ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০
মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্তে দিয়ে ভারতে যাচ্ছিল বাংলাদেশের ইলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সে ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । রোববার সকালে হিলি সীমান্তে চেকপোস্ট গেটের সামনে থেকে ভারতীয় ট্রাক থেকে মাছগুলো উদ্বার করা হয়। বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ ইলিয়াছ মিয়া বলেন, ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাক বন্দরে পণ্য খালাস করে আজ সকালে পুনরায় ভারতে ফেরত যাচ্ছিল। এই ট্রাকে করে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে যাচ্ছে । এ সময় ৩০ পিস ইলিশ মাছ উদ্বার করেন তিনি। যার ওজন ২৪ কেজি। পরে হিলি শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST