বীরগঞ্জে শাক-সবজি’র চাষ, নার্সারী ও উচ্চ মূল্যের শস্য চাষ বিষয়ে ১৫দিনের প্রশিক্ষণের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

বীরগঞ্জে শাক-সবজি’র চাষ, নার্সারী ও উচ্চ মূল্যের শস্য চাষ বিষয়ে ১৫দিনের প্রশিক্ষণের শুভ উদ্বোধন
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি  ॥ রবিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার হলরুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও দিনাজপুর কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর সহযোগিতায় ১৫দিন ব্যাপী ৩০জনকে শাক-সবজি চাষ, নার্সারী ও উচ্চ মূল্যে শস্য চাষ সংক্রান্ত প্রশিক্ষণে দিনাজপুর কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর সভানেত্রী জান্নাতুন সাফা শাহিনুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ মোস্তফা কামাল, দিনাজপুর সদর মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা খৃীষ্টিনা লাভলী দাস। এসময় উপস্থিত ছিলেন, রোকেয়া বেগম বিথী, ট্রেইনার মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সোহেল রানা, সাংবাদিক সিদ্দিক হোসেন, তোফাজ্জল হোসেন, বিকাশ ঘোষ, আব্দুল জলিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মোঃ শাহিদুল ইসলাম। উদ্বোধন শেষে ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণের উপকরণ বিতরন করা হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest