ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
মো.লুৎফর রহমান,হিলি.(দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুরে উপজেলা
যুবলীগের সভাপতি’র গোডাউন পাচারের সময় ওএমএস’চাল ১৮ বস্তা চাল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের কলেজ বাজার এলাকা থেকে চালগুলো উদ্ধার করে স্থানীয় জনতা।পরে উপজেলা নিবার্হী অফিসার পরিমল কুমার সরকার উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন।
খোঁজ নিয়ে জানা যায়,বৃহস্পতিবার সরকার ঘোষিত ৩০ টাকা কেজি দরের ওএমএসের চাল বিতরণের শেষ দিন ছিল। এদিনই ওএমএস এর চালের ডিলার উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেনের গোডাউন থেকে ভ্যানে করে ১৪বস্তা চাল অন্যত্র পাচারের সময় স্থানীয়রা চালগুলো আটক করে।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনা স্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করে।এসময় স্থানীয়দের দেওয়া তথ্যমতে অন্য একটি দোকানে তল্লাশি করে আরও চার বস্তা চাল উদ্ধার করা হয।
জব্দকৃত চালগুলো চাল উপজেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে সরকারী গোডাউনে রাখার নির্দেশ দেন।
ওএমএস চাল অনত্র্য পাচারের বিষয়টি অস্বীকার করে ডিলার কামাল হোসেন বলেন, এসব চাল আমার গোডাউনের নয়। আমার কাগজপত্র সব ঠিক আছে।
এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকার বলেন, তদন্ত কমিটি আগামী ৭ দিনের ভিতর তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেবে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST