আগামীকাল বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নির্বাচন

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

আগামীকাল বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নির্বাচন

এসএম স্বপন,বেনাপোলঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল সোমবার দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২০-২০২২) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ত্রি-বার্ষিক নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্ধন্ধিতা করছেন। এরমধ্যে একটি হচ্ছে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ ও মুজিবর-নাসির সমমনা পরিষদ। এ নির্বাচনে ১৭টি পদের জন্য দুইটি পরিষদের ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকালের নির্বাচনকে সামনে রেখে চলছে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা। সাধারণ ভোটারা মনে করছেন এ নির্বাচনে নতুন-পুরাতন দুইটি প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুটি প্যানেলই জোরেশোরে চালিয়ে যাচ্ছে তাদের নির্বাচনি প্রচার-প্রচরণা। শেষ প্রস্তুতি হিসাবে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভোটারদের অফিস, বাড়ি বাড়ি গিয়ে চলছে জনসংযোগ। সর্বত্র আলোচনা এ নির্বাচনকে ঘিরে। দুটি প্যানেলই তাদের নিজ নিজ ইশতেহার নিয়ে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নতুন প্যানেলকে বিজয়ী করলে তারা যে ইশতেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়ন করবেন বলে সাধারণ ভোটারদের আশ্বস্ত করছেন। আর পুরাতন প্যানেল তাদের বিগত দিনের কর্মকান্ড তুলে ধরে কিছু নতুন ইশতেহার নিয়ে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এদিকে, এ নির্বাচনকে সামনে রেখে বেনাপোল এখন সেজেছে অন্যরুপে। মার্কার প্রতিছবি ও রঙ্গিন পোস্টারে ছেয়ে গেছে গোটা কাস্টমস, বন্দর ও চেকপোস্ট এলাকা। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ১ হাজার ৭শ‘ ২১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত স্টাফ এসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ করা হবে। এসময় ভোট দিতে সকল ভোটারদের পরিচয় পত্র অবশ্যই সাথে করে আনতে হবে বলে ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে বিজয়ী হলে দুটি প্যানেলেই সাধারণ ভোটারদের সুখ-দুঃখের ভাগী হয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করবেন বলে জানান। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest