ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩
হিলি প্রতিনিধি
বিনামুল্যে ওষুধ ও ফি ছাড়াই চিকিৎসা পেয়ে খুশী হয়েছেন দিনাজপুরের হিলির সীমান্তবর্তী এলাকার গরীব, অসহায় ও দুস্থ্য শীতার্ত মানুষেরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় গোহাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির উদ্যোগে বিনামুল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজিবি জানায়, ডা. আব্দুর ওয়াহাবের নেতৃত্বে বিজিবির একটি মেডিকেল টিম সীমান্তবর্তী এলাকার প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষকে এই চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় জ্বর-শর্দি কাশী, শ্বাসকষ্টসহ শীতকালীন নানা রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST