ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩
মো.লুৎফর রহমান,হিলি (দিনাজপুর)
লাগেজপার্টি কর্তৃক কাস্টমস কর্মকর্তাকে হুমকি দেওয়ায় দেড় ঘন্টা পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকার পর উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখে কাস্টমস কর্মকর্তারা। পরে আইনি পদক্ষেপ ও উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশের কার্যক্রম শুরু করে তারা।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস বলেন,লাগেজ ব্যবসায়ী কর্তৃক আমাদের কর্মকর্তাদের হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ায় নিরাপত্তাজনিত কারনে সাময়িক দেড় ঘন্টা পাসপোর্ট কার্যক্রম বন্ধ ছিলো। তবে আইনি পদক্ষেপের পাশাপাশি নিরাপত্তার আশ্বাস দেওয়ায় উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে কার্যক্রম চালু হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST