ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো \ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম এনামুল হক (৪০)। আহত তিনজন হলেন একরা(৩০),হানিফ(২৫)ও ঈসমাইল (৪৫)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । স্থানীয় লোকজন ও থানা সূত্রে জানা যায়, জমি নিয়ে বাহাগিলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মতিয়ার হোসেনের সাথে পার্শ¦বর্তী চাঁদখানা ইউনিয়নের কাটগাড়ী গ্রামের এনামূলের দীর্ঘদিনের বিরোধ ছিল। দুই পক্ষের লোকজন জমিটিকে নিজের বলে দাবি করে আসছিল। গত শনিবার সকালে শুকান ডাঙ্গার রাস্তায় সাদেকুলের দোকানের সামনে উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি,দা,বটি দিয়ে একে অপরকে আঘাত করতে থাকে । এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় রবিবার সকালে এনামুলের মৃত্যু হয়। পুলিশ এ ব্যাপারে বাহাগিলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আবেদুল ইসলাম (৪০) ও আব্দুলের স্ত্রী কান্দুরী বেগমকে (৪৫) আটক করেছে। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ব্যাপারে একটি মামলা হওয়ায় দুই জন ব্যক্তিকে আটক করা হয়েছে”।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST