ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩
মো: সাগর মল্লিক খুলনা ব্যুরোঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার কুমারখালী একটি মৎস্যঘের থেকে ভাসমান অবস্থায় অনিক অধিকারী (১৭) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিঘাই এলাকার প্রতীপ অধিকারীর মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। অনিক অধিকারী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলো বলে জানায় পরিবার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরের দিকে স্থানীয়রা ওই মৎস্যঘেরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘের থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়। এসময় অনিকের পরিবার ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। অনিক অধিকারী উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আতুল অধিকারীর ছেলে। সে টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST