ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩
যশোর অফিস: যশোরের বেনাপোলে হুন্ডির ১৩ লাখ টাকা সহ আলমগীর (৪০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৩১ শে জানুয়ারী) রাতে বেনাপোল
বলফিল্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলমগীর বেনাপোল পোর্ট থানার বলফিল্ড এলাকার নজরুল ইসলামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেপ্টেন কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণে হুন্ডির টাকা নিয়ে এক হুন্ডি পাচারকারী বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এমন খবরে, সেখানে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা সহ তাকে আটক করা হয়।
আটককের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST