ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩
রিজভী আহমেদ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান আলোকিত-সময় কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের প্রক্টর পদে দায়িত্বের মেয়াদ ২২ ডিসেম্বর ২০২২ তারিখ শেষ হওয়ায় ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ তার স্থলে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ কে পরবর্তী এক বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগদান করেছেন উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম।
এবিষয়ে নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ভিসি স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেটা সুষ্ঠুভাবে এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST