ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, প্রবীনরা সিনিয়র সিটিজেন তাদের মূল্যায়ন করা দরকার। আপনারা রাষ্ট্রের উন্নয়নে যথেষ্ট পরিশ্রম দিয়েছেন। এখন আপনাদের উপদেশ দেশের উন্নয়নের কাজে আমরা ব্যবহার করতে চাই।
সোমবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখা আয়োজিত অস্বচ্ছল সদস্যদের মাঝে এককালিন অনুদান বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব আলী খান। জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম সমিতির ১১ জন অস্বচ্ছল সদস্যদের মাঝে এককালিন অনুদান বিতরণ করেন। এছাড়া সমিতির সবচেয়ে প্রবীন সদস্য আব্দুল খালেক (১০৩ বছর) কে মূল্যায়ন করতে একটি জায়নামাজ প্রদান করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST