দেশসেরা তরমুজ বাজুয়ার তরমুজ। আগাম চাষে অনেক লাভ।

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

দেশসেরা  তরমুজ বাজুয়ার তরমুজ।   আগাম চাষে অনেক লাভ।

গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা
দাকোপে বর্তমানে তরমুজ গাছের হাল এমন, আগামি ৫/৭ দিনের মধ্যে বাজুয়া এলাকার অধিকাংশ ক্ষেতের গাছে ফুল
আসবে। চালনা,তিলডাংগা এলাকার কৃষকরা যতই চেষ্টা করুক না কেন, এদের ফসল ফলাতে কিছু দিন নাবি হয়ে যায় আর এ কারনেই ব্যবসায় বার বার মার খায় বলে সকলের ধারনা। গত বছর ক্ষেতেই কোটি কোটি টাকার তরমুজ পচলেও কেনার খরিদদার ছিল না।
এ কারনে চালনা,তিলডাংগা,কামারখোলা,পানখালি এলাকার অধিকাংশ কৃষক বড় ধরনের লোকসান এড়াতে তরমুজের চাষ খুব বেশি না করে গরম মৌসুমের ধানের চাষ
করছে। ধানের ফসল বেশ ভাল হবে বলে এলাকার অধিকাং
কৃষকদের অভিমত।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest