কুড়িগ্রামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আউটডোর স্টেডিয়ামে স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

কুড়িগ্রামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আউটডোর  স্টেডিয়ামে স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ২৭-০২-২৩
কুড়িগ্রাম জেলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। কুড়িগ্রাম আইটডোর স্টেডিয়ামে রোববার খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন-পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, আয়োজক কমিটির সদস্য সচিব গেয়াস খান প্রমুখ।
রেফারী আব্দুল মতিন জানান,খেলায় দৈত ১৬টি টিম এবং একক ১২টি টিম খেলায় অংশগ্রহন করছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest