বেনাপোলে ডলার-রুপি সহ পাসপোর্ট যাত্রী আটক

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

বেনাপোলে ডলার-রুপি সহ পাসপোর্ট যাত্রী আটক

এসএম স্বপন(যশোর) অফিসঃ বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬ শ” ইউএস ডলার ও ৮ হাজার ৫ শ” ভারতীয় রুপি সহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

সোমবার (৬ মার্চ) সকালে চেকপোস্ট থেকে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি চেক পোস্ট কর্তৃক তল্লাশি চালিয়ে ইউএস ডলার ও ভারতীয় রুপি সহ তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। যার (পাসপোর্ট নাম্বার- এডি- ১৭১৯৮৭৮)।

বেনাপোল আইসিপি সূত্রে জানা যায়, বেনাপোল আইসিপি চেকপোষ্টে প্রতিদিন নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আগত ওই বাংলাদেশি যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার লাগেজের মধ্যে হতে ১৬ হাজার ৬ শ” ইউএস ডলার ও ৮ হাজার ৫ শ” ভারতীয় রুপি সহ তাকে আটক করা হয়।

যার সিজার মূল্য ১৮,৩৬০০০/- ( আঠার লক্ষ ছত্রিশ হাজার ) টাকা। এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest