নবাবগঞ্জ ক্রসড্যামের বাঁধ কে‌টে দি‌লেন দূর্বত্তরা

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নবাবগঞ্জ ক্রসড্যামের বাঁধ কে‌টে দি‌লেন দূর্বত্তরা

‌মোঃহাসিম উদ্দিন আঞ্চলিক প্র‌তি‌নি‌ধি ‌দিনাজপু‌রের নবাবগঞ্জ আশুড়ার বি‌ল ও শেখ রা‌সেল জাতীয় উদ্যা‌নের পা‌শে নি‌র্মিত ক্রস ড্যামের বাঁধ‌টি কে‌টে ‌দি‌য়ে‌ছে দূবৃত্তরা। ‌সোমবার গভীর রা‌তে ক্রসড্যা‌মের পা‌শে বাঁ‌ধের এক পা‌শে দুইস্থা‌নে কে‌টে দেওয়া হয়। বিলের পানি প্রবাহিত হয়ে নবাবগঞ্জ শাখা করতোয়া নদীর শত শত বিঘা বোরো ধানের বীজতলা তলিয়ে গেছে। ‌ ঘটনাস্থলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অবস্থান করছে ।

বিস্তা‌রিত আস‌ছে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest