নারী মুক্তি কেন্দ্রের মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নারী মুক্তি কেন্দ্রের মানববন্ধন অনুষ্ঠিত

আরিফুল ইসলাম ,জেলা প্রতিনিধি ,গাইবান্ধা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ ১৪ জানুয়ারী মঙ্গলবার বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজা বেগম লিলি, পারুল বেগম, মিনা আকতার প্রমুখ। বক্তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারাদেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। সেইসাথে নারী-শিশু হত্যা, পাচার বন্ধ, মাদক-জুয়া, পনোগ্রাফি বন্ধে কার্যকর পদক্ষেপ এবং নারী নির্যাতন বন্ধে সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest