নবাবগঞ্জে ক্রস ড্যামের বাধ ভাঙ্গার অভিযোগে ইউ পি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

নবাবগঞ্জে ক্রস ড্যামের বাধ ভাঙ্গার অভিযোগে ইউ পি সদস্য গ্রেফতার

মোঃ হাসিম উদ্দিন,আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে প্রস্তাবিত শেখ রাসেল জাতীয় উদ্যানে মৎস্য উৎপাদন ও পর্যটকদের দৃষ্টিনন্দন বাড়াতে উদ্যানের পাশ দিয়ে বয়ে যাওয়া আশুরার বিলে গত বছরের (২২শে জুন) শনিবার বিকেলে উপজেলার শেখ রাসেল জাতীয় উদ্যানে ১৮ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে ক্রস ড্যামের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যানের আশুড়ার বিলের পানি সংরক্ষনের জন্য নির্মিত ক্রস ড্যামের বাধ ভেঙ্গে দেয়ার অভিযোগে ইউ,পি সদস্য মোঃ সোহেল রানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আঃ সালাম জানান- ১৩ জানুয়ারী দিবাগত রাতে আশুড়ার বিলের পাশে হরিপুর গ্রামের লোকজন আশুরা বিলের ক্রস ড্যামটি ভেঙ্গে ফেলে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার,সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় বাধটি পুন:রায় সংস্কার করেন। এ সময় ঐ ইউ,পি সদস্যসহ ১৭জনের নেতৃত্বে গ্রামের কয়েকশ লোকজন নিয়ে পুন:রায় বাঁধটি ভেঙ্গে দেয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়, সরকারি কাজে বাধা প্রদান করে সরকারি সম্পত্তির ক্ষতি করে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশ(বিএডিসি) উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ রাশেদুর জামান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও ৫-৬ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেন । নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest