ঢাকা ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০
এসপির ঘটনাস্থল পরিদর্শন
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো :রাজশাহীর বাঘা থানাধীন সুলতানপুরে ইভটিজিং-এর প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মামাকে হত্যা করা হয়েছে আর সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন, রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম । এ সময় তিনি ভিকটিমের পরিবার ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে ঘটনা সংক্রান্তে কথা বলেন এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার
প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গুরুত্ব সহকারে মামলা তদন্ত করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ ঘটনায় বাঘা থানায় মামলা রুজু হয়েছে এবং ইতোমধ্যে এজাহারভুক্ত ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST