ঢাকা ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
মো: সাগর মল্লিক খুলনা ব্যুরো :বাগেরহাটের ফকিরহাটে শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড় বাজার সংলগ্ন রাস্তার পাশ হতে অজ্ঞাত মুসলিম পুরুষ (৬০) কে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
অসুস্থ ব্যক্তিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১১অক্টোবর) দুপুরে উদ্ধারের সময় তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় এবং মানসিকভাবে বিপর্যস্ত থাকায় নিজের পরিচয় বলতে পারেনি। স্বজনদের কাছে ফিরতে চায় কি-না প্রশ্ন করলে তিনি ইশারা দিয়ে সম্মতি জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ও সমাজ সেবা অফিসের প্রতিনিধি হাসপাতালে এসে ওই ব্যক্তির সাথে কথা বলেন। কিন্তু তিনি তার নাম ঠিকানা বলতে পারেননি। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিদুল ইসলামের তত্ত্বাবধায়নে অজ্ঞাত ব্যক্তিটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ফকিরহাট মডেল থানার ওসি অজ্ঞাত ব্যক্তির স্বজনদের খুঁজে পেতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST