খানসামায় সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের পাশে ডুয়েট পরিবার ও সৃজনী

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

খানসামায় সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের পাশে ডুয়েট পরিবার ও সৃজনী

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) পরিবার এবং সামাজিক সংগঠন সৃজনী। ১৭ জানুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখা ও সৃজনীর সার্বিক তত্বাবধানে এবং ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের ব্যবস্থাপনায় টংগুয়া হাসনাবাগ দ্বি-মুখী ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত অসহায় ৭০০ শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ডুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি উবাইদুল হক, সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপ-স্কুল বিষয়ক সম্পাদক সৈয়দ শামসুল হক মিশর, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন শাহীন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রাশেদ আনজুম রাজু, খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম, আঙ্গারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক লিটন ইসলাম, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ ইসলাম প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest