ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
মো: সাগর মল্লিক খুলনা ব্যুরো : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ সিরাজ শিকারী (২৪) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি সিরাজ শিকারীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার এসআই অনুপ ও এএসআই মানুন সঙ্গীয় ফোর্স সহ অভিযানের পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত মাদককারবারী সিরাজ উপজেলার চাকুলী গ্রামের নুর ইসলাম শিকারীর ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, মাদককারবারী সিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST