ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের আয়োজনে মঙ্গলবার(২১নভেম্বর) এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে এ স্মরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী। বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোফাজ্জেল চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক লাইজুর রহমান রিয়াজ প্রমুখ।
এসময় সদ্য প্রয়াত নলছিটি উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম সিকান্দার আলী মিয়াসহ সকল প্রয়াত বীর বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাতে বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ শুভাকাংখীরা অংশ নেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST