নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত বিতর্কিত রাজিব চক্রবর্তীর বদলী

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত বিতর্কিত রাজিব চক্রবর্তীর বদলী

নলছিটি প্রতিনিধি:

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হিসেবে দায়িত্ব পালনরত রাজিব চক্রবর্তীকে বদলী করা হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। তার বদলীতে উপজেলার বিভিন্ন শ্রেনীর মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। রাজিব চক্রবর্তী ২০২১ সালের ৭ মার্চ নলছিটিতে যোগদান করেন। এরপরই তিনি বিভিন্ন অনিয়মে জরিয়ে পরেন।

জানা গেছে, তিনি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ পদবীর না হলেও এই পদকে ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ আছে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে চাঁদা তুলে সরকারি খরচের নামে সেই টাকা নয়ছয় করেছেন।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানে নিম্ম মানের নির্মান সামগ্রী ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষ মানববন্ধন করে যা সেই সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়।

আরেকটি সূত্রে জানা গেছে, তার নিজ বদলী ঠেকাতে বিভিন্ন তদবীরের চেষ্টা করছেন। তবে নলছিটির সচেতন মহলের দাবি তার বদলী আদেশ যেনো দ্রুত কার্যকর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বদলীর সময় হয়নি, এখন হঠাৎ করে কেনো বদলী হলো সেটা বলতে পারবো না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest