ফকিরহাটে জরায়ু মুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর অবহিতকরণ সভা

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

ফকিরহাটে জরায়ু মুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর অবহিতকরণ সভা

মো: সাগর মল্লিক খুলনা ব্যুরো :বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ু মুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২রা ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসুচীর প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ আশরাফুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ড এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাখদুমা নর্গিস, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিএসএমএমইউ এর মেডিকেল অফিসার ডাঃ নন্দিনী সরকার, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এএসএম মফিদুল ইসলাম।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এ সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মান্না দে, সাংবাদিক আহসান টিটুসহ অন্যরা।
এসময় সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, শেখ আসাদুজ্জামান, ফকির দাউদ হায়দার বাবু সহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest