ঝালকাঠিতে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ইলেকট্রনিক ডিভাইস সহ যুবক আটক

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

ঝালকাঠিতে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ইলেকট্রনিক ডিভাইস সহ যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি হিসেবে পরীক্ষা দেওয়ায় অভি চন্দ্র দাস (২২) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১০ টায় ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাকে আটক করা হয়।আটককৃত অভি চন্দ্র দাস ঝালকাঠি সদর উপজেলায় কির্তিপাশা ইউনিয়নে গোবিন্দ ধবল গ্রামের বাসিন্দা সে রাজাপুর উপজেলায় গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের ইব্রাহীমের পক্ষে পরীক্ষা দিতে এসে আটক হয়।

ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হল সুপারিনটেনডেন্ট অধ্যক্ষ জিন্নাত রেহানা ফেসদৌসী
বিষয়টি নিশ্চিত করে বলেন,সকাল ১০টায় শুরু হওয়া এক ঘন্টার পরীক্ষা চলাকালে ৩০ মিনিট পর বিষয়টি হল পরিদর্শকের নজরে আসে পরে অভিকে কেন্দ্র পরিদর্শক মো. আব্দুল করিমের কাছে নিয়ে যায় সেখানে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব এর উপস্থিতিতে ঐ পরীক্ষার্থীর কাগজপত্র যাচাই করে তার প্রক্সির বিষয়টি নিশ্চিত করে এবং তার সাথে থাকা ইলেকট্রনিকস ১টি ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়।

পরে তাকে ঝালকাঠি সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান ও তাকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের তথ্য বের করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest