তালতলীতে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

তালতলীতে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস পালিত

তালতলী বরগুনা প্রতিনিধিঃ

“উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন এবং আলোচনা সভা করেন।

পায়রা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এ সময় বক্তব্য রাখেন তালতলী থানার ওসি তদন্ত রনজিত কুমার,তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম,সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র, নিরাপদ সড়ক চাই সভাপতি নজরুল ইসলাম লিটু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest