ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
চৌধুরী নুপুর নাহার তাজ, বিশেষ প্রতিনিধি (দিনাজপুর):- দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় সিরাজুল (৪৭) নামে একজন ভ্যান চালক নিহত এবং মাসুদুর (২৫) যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুর-পার্বতীপুর মহাসড়কের হাজীর মোড় এম এস তেল পাম্প এর সামনে। আজ রোববার সকাল সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সুকদেবপুর হঠাৎ পাড়া গ্রামের মৃত আব্দুল বাকীর পুত্র ও আহত মাসুদুর চিরিরবন্দর মাঝাপাড়ার সাদেকুল ইসলামের পুত্র। স্থানীয়রা জানান, ভ্যান চালক সিরাজুল ইসলাম যাত্রী নিয়ে ঘুঘুরাতলী হইতে বেলতলী যাওয়ার পথে হাজীর মোড় এলাকার তেল পাম্পের সামনে পৌছালে পিছন দিক থেকে আসা ইট বোঝাই ট্রাক্টর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যান চালক সিরাজুলের মৃত্যু হয় এবং গুরুতর আহত যাত্রী মাসুদুরকে চিরিরবন্দর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST