নলছিটি প্রেসক্লাবের সভাপতির ৬০ তম জন্মদিন পালিত

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

নলছিটি প্রেসক্লাবের সভাপতির ৬০ তম জন্মদিন পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

উৎসব মুখর, জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর ও নিউ নেশান প‌ত্রিকার নল‌ছি‌টি উপ‌জেলা প্রতিনিধি মো. এনা‌য়েত ক‌রি‌মের ৬০তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে নল‌ছি‌টি প্রেসক্লাবের উদ্যোগে কেক কাটা, রা‌তের ভোজন ও আলোচনা সভা আজ র‌বিবার (১৭ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে আটটায় ফে‌রীঘাট এলাকার পে‌রেশান প‌য়েন্ট ফুড‌কো‌র্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সরকা‌রি নল‌ছি‌টি ডিগ্রী ক‌লেজের সা‌বেক সহ‌যোগী অধ‌্যাপক সামসুল আলম খান বাহার, সরকা‌রি নল‌ছি‌টি মা‌র্চেন্টস মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সি‌নি: সহকা‌রি শিক্ষক মো. ইউনুস আলী, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক ও ৩নং কুলকা‌ঠি ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, প্রেস ক্লা‌বের সহ-সভাপতি ডা. মো. ইউসুফ আলী তালুকদার, আমা‌দের ক‌ন্ঠের ঝালকা‌ঠি জেলার প্রতি‌নি‌ধি মো. শাহাদাত হো‌সেন মনু, প্রেস ক্লা‌বের নির্বাহী সদস‌্য, ঝালকা‌ঠি জেলার কা‌লের ক‌ন্ঠের প্রতি‌নি‌ধি ও এন‌টি‌ভির স্টাফ রি‌পোর্টার কে এম সবুজ, প্রেস ক্লা‌বের সদস‌্য ও ৭১ টি‌ভির প্রতি‌নি‌ধি মো. হাচান আ‌রে‌ফিন ।

অন‌্যান‌্যদের ম‌ধ্যে আরও উপ‌স্থিত ছি‌লেন নল‌ছি‌টি উপ‌জেলার যায়যায়‌দিন প‌ত্রিকার প্রতি‌নি‌ধি মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, মানব জ‌মিনের প্রতি‌নি‌ধি কায়‌কোবাদ তুফান, ই‌ত্তেফাক প্রতি‌নি‌ধি মো. শ‌রিফুল ইসলাম, এ‌শিয়ান টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি মো. সাইফুল ইসলাম, নল‌ছি‌টি ম‌ডেল সোসাই‌টির প‌রিচালক মো. খ‌লিল মৃধা, কা‌জী এ‌গ্রো টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি মো. জ‌সিম হাওলাদার, বাংলার বানীর প্রতি‌নি‌ধি তু‌হিন মিত্র, জনক‌ন্ঠের প্রতি‌নি‌ধি খা‌লিদ হাসান তালুকদার, চেতনায় বাংলা‌দে‌শের প্রতি‌নি‌ধি বা‌লি তাইফুর রহমান তুর্য‌্য, নাগ‌রিক ভাবনার প্রতি‌নি‌ধি আহসানুল হক মাহাবু্ব, প্রেজেন্ট নিউ‌জের প্রতি‌নি‌ধি মোহাম্ম ইব্রা‌হিম খলিল, ভো‌রের ডাক ও বাংলা‌দেশ নিউ‌জের প্রতি‌নি‌ধি মো. ম‌শিউর রহমান খান, খান মো. হাচান, দেশ জনপ‌দের প্রতি‌নি‌ধি মো. সো‌হেল রানা, আমা‌দের বার্তার প্রতি‌নি‌ধি মো. আখতারুজ্জামান আখতার, দৈ‌নিক দ‌ক্ষিনাঞ্চ‌লের প্রতি‌নি‌ধি মো. রা‌সেল মৃধা, ভো‌রের অ‌ঙ্গিকা‌রের প্রতি‌নি‌ধি মো. শা‌কিল খ‌লিফা, সকা‌লের সম‌য়ের প্রতি‌নি‌ধি মো. নাঈম ম‌ল্লিক, আমা‌দের নতুন সম‌য়ের প্রতি‌নি‌ধি মো. আ‌মিন প্রমূখ।

অনুষ্ঠান শে‌ষে সভাপ‌তির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ক‌রে দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন মাওলানা মোহাম্মদ ইব্রা‌হিম খ‌লিল ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest