ইকরা মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দুআ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

ইকরা মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দুআ মাহফিল অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইকরা মডেল মাদ্রাসার দ্বীতিয় শাখার শুভো উদ্বোধন উপলক্ষে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রয়েছে আবাসিক ও অনাবাসিক সুবিধা।

শনিবার( ২২ ডিসেম্বর) বাদ আসর উপজেলার পৌর এলাকায় অবস্থিত হাজী ম্যানশনে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত দুআ মাহফিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সাধারণ মুসল্লীরা অংশ নেন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন, দেশে ও বিদেশে কুরআন তেলোয়াত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী হাফেজ মুহাইমিনুল ইসলাম, হাফেজ ক্বারী হাবিবুল্লাহ বিন আজাদ,হাফেজ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মুফতি হানযালা নোমানি জানান, এর আগে উপজেলার নান্দিকাঠি এলাকায় ইকরা মডেল মাদ্রাসার ১ম শাখার পথচলা শুরু হয়। সেখানে সফলভাবে কার্যক্রম পরিচালনা শেষে আমাদের ২য় শাখার কার্যক্রম শুরু হলো। আপনারা আপনাদের সন্তানকে সঠিকভাবে ইসলামিক শিক্ষা প্রদানের জন্য আমাদের মাদ্রাসার উপর ভরসা রাখতে পারেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest