ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর(৪৫) নামের এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকে পুলিশ জাল টাকাসহ কারারক্ষী মো. জাফরকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ৬টি ১০০০ টাকা মূল্য মানের ২টি জাল টাকা উদ্ধার করা হয়। আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী বরিশাল জেলার কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। পিতার নাম মহব্বত আলী।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভৈরবপাশার শ্রীরামপুর বাজার থেকে তাকে আটক করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মু. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST