ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে কালাই উপজেলার একডালা গ্রাম থেকে জুয়া খেলার সময় হাতেনাতে ইউপি সদস্যসহ ৯ জুয়ারিকে আটক করেছে কালাই থানা পুলিশ। এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ খান জানান, আটকৃতরা দীর্ঘদিন থেকে কালাই উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। ১৯ জানুয়ারি সকালে জুয়া খেলার আসর বসানোর খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের তানসের আলীর ছেলে আমদই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম (৪০), কেন্দুল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান(৪৫), কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে শামছুল ইসলাম(৩৩), ক্ষেতলাল উপজেলার জামুহালী গ্রামের ইয়াকুব আলীর ছেলে শাহা আলম (৪৫), পাঠান পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে নুর আলম (৩৫), কাদিরপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে রফিকুল ইসলাম(৩৮), সরাইল পশ্চিম পাড়া মৃত রমজান আলীর ছেলে রুহুল আমীন(৪০), তারাকুল গ্রামের মোজাহার আলীর ছেলে আনোয়ার হোসেন(৪২), উত্তর হাটশর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুকুল সরদার(২৮) ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST