বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘ‌র্ষে নিহত ১ জনসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন‌কে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে জড়িয়েছেন বরিশাল ৪-আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি পঙ্কজ দেবনাথে অনুসারীরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল ৩টার দিকে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই সংঘাতে মেতে ওঠে ওই দু’গ্রুপের সমর্থকরা। পঙ্কজ না‌থের সমর্থকরা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে মি‌ছিল নি‌য়ে সমা‌বেশস্থ‌লে প্রবেশের পরপরই শাম্মী আহ‌ম্মে‌দের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অত‌র্কিত হামলা চালায়। এ সময় তাদের কয়েকজন কর্মী মাথা ফেটে গেছে। রাজনৈ‌তিক প্রতি‌হিংসা থেকেই এই হামলা করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে তিনি হামলাকারীদের বিচার দাবি ক‌রেন।

অপরদিকে শাম্মী আহ‌ম্মে‌দের অনুসারীরা সাংবাদিকদের কাছে দাবি করেন, তেমন কিছু হয়‌নি। তবে প্রাগ্রাম শেষে বিভিন্ন রাস্তার মোড়ে এ ঘটনার জেড় ধরে পুনরায় মারামারি ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে এক সূত্র। খোঁজ নিয়ে জানা গেছে নিহত ব্যক্তি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম। হিজলা উপজেলা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে বলেন নিহত ব্যক্তি নৌকার কর্মী । নৌকার ব্যানারে মিছিলে আসায় পংকজ নাথ এর কর্মীরা তাকে মারধর করায় সে মারা যায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest