জেলার শ্রেষ্ঠ থানা মেহেন্দিগঞ্জ শ্রেষ্ঠ সার্কেল জি. এম. মাজহারুল ইসলাম শ্রেষ্ঠ ওসি ইয়াছিনুল হক

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪

জেলার শ্রেষ্ঠ থানা মেহেন্দিগঞ্জ শ্রেষ্ঠ সার্কেল জি. এম. মাজহারুল ইসলাম শ্রেষ্ঠ ওসি ইয়াছিনুল হক

মোঃ ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ

বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মেহেন্দিগঞ্জ থানা ও মেহেন্দিগঞ্জ সার্কেল, ওসি, এস আই এবং এএস আইসহ ৪ জনকে নির্বাচিত করা হয়েছে।

বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায়, ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) জি. এম. মাজহারুল ইসলাম এবং শেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক এর হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম।

এছাড়াও শ্রেষ্ঠতার পুরস্কার পেলেন মেহেন্দিগঞ্জ থানার
এসআই মোঃ মিঠু আহম্মেদ ও এএসআই মোঃ হাছান।

জানাগেছে মেহেন্দিগঞ্জ থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, ডাকাতি প্রস্তুতির আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধারসহ সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে পয়েন্ট ভিত্তিক জেলার ১০ টি থানার মধ্যে মেহেন্দিগঞ্জ থানাকে মূল্যায়ণ করা হয়।

সামগ্রিক পারফর্মেন্সে মেহেন্দিগঞ্জকে মূল্যায়ন করায়
বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাদেরকে মেহেন্দিগঞ্জ থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

একই সাথে মেহেন্দিগঞ্জ থানার সকল জনগণ যারা বিভিন্নভাবে সহায়তা করে এই শ্রেষ্ঠত্ব অর্জনে সহযোগিতা করেছেন তাদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest