মেহেন্দিগঞ্জে কোরআন শিক্ষায় দেশ সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪

মেহেন্দিগঞ্জে কোরআন শিক্ষায় দেশ সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মোঃ ইব্রাহীম মুন্সী>মেহেন্দিগঞ্জ

মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপীঠ কারীমিয়া ক্বিরাআতুল কুরআন হাফিজিয়া বহুমুখী মাদ্রাসায় অভিভাবক, সুধি সম্মেলন এবং কৃতি শিক্ষার্থী ও হাফেজ ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়।

এ ছাড়াও কোরআন শিক্ষায় (ডিসেম্বর সেশনে)দেশের সেরা১১৮ জন শিক্ষার্থী এবং শেষ্ঠতা অর্জন করায় শিক্ষকদের মাজে পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৩) ডিসেম্বর সন্ধ্যায় পাতারহাট ক্বারীমিয়া কমপ্লেক্সে মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।
অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমরান হোসাইন আনসারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বক্কর সিদ্দিক।

এ সময় অন্যন্যদের মধ্যে পাতারহাট সাব- রেজিস্ট্রার জামে মসজিদের খতিব মাওলানা মানছুর আলম, পাতারহাট ক্বারীমিয়া কমপ্লেক্সে মাদ্রাসার প্রধান উপদেষ্টা আলহাজ্ব সুলতান আহমদ বেপারী, ইন্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনসহ উপজেলার ১৮ টি প্রতিষ্ঠানের মুহতামিম গন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন হাটি হাটি পা পা করে দীর্ঘ ২৪ বছর পার করলো পাতারহাট ক্বারীমিয়া কমপ্লেক্সে কওমী মাদ্রাসা। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠা এই মাদ্রাসাটি এখন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করেছেন। এই অর্জন মেহেন্দিগঞ্জের জন্য এক বিরল দৃষ্টান্ত।
তাই আগামী দিনে মাদ্রাসা পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন তারা।

সংবর্ধনা শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন পাতারহাট উত্তর বাজার কাদেরিয়া কাসেমুল উলুম কওমি মাদ্রাসার মোহতামিম মাওলানা জামাল উদ্দিন সাহেব।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest