এসএম স্বপন, বেনাপোল প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে শার্শার বিভিন্ন হাট বাজার পরিদর্শন করলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। রবিবার (১৯ জানুয়ারী) বিকালে শার্শা উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে পরিদর্শন করেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। এই সময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।