আওয়ামী লীগের দলীয় সমর্থ প্রত্যাশী অ্যাডভোকেট এম আলম খান কামালের সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

আওয়ামী লীগের দলীয় সমর্থ প্রত্যাশী অ্যাডভোকেট এম আলম খান কামালের সাংবাদিকদের সাথে  মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় সমর্থন প্রত্যাশী অ্যাডভোকেট এম আলম খান কামাল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার(২৩ জানুয়ারি) রাত ৭ টায় নলছিটি প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন আওয়ামী লীগের দলীয় সমর্থন প্রত্যাশী। আমি ১৯৭৯ সালে বরিশাল বি এম কলেজ ছাত্র লীগের অর্থ সম্পাদক ছিলাম। সেই থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার পথচলা শুরু হয়। বর্তমানে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু ভাইয়ের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাকে যদি আওয়ামী লীগের দলীয় সমর্থন দেয়া হয় তাহলে আমু ভাইয়ের দোয়া নিয়ে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করতে চাই। আপনাদের মাধ্যমে আমি আমার এলাকাবাসীকে জানাতে চাই যদি আমাকে আওয়ামী লীগের সমর্থন দেয়া হয় তাহলে আপনাদের সাথে নিয়ে জয়যুক্ত হয়ে নলছিটি উপজেলাবাসীর খেদমতে নিজেকে নিয়োগ করবো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest