ঝালকাঠির নলছিটিতে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

ঝালকাঠির নলছিটিতে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। স্বজন সমাবেশের আয়োজনে ও যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের তত্ত¡াবধানে এ উপলক্ষ্যে র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় পবিত্র কুরআন দেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কেক কাটেন প্রধান অতিথি পৌর মেয়র আ. ওয়াহেদ খানসহ অতিথিবৃন্দ। এর আগে শহরে একটি র‌্যলি বের হয়। নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের আহবায়ক ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক সামসুল আলম খান বাহার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মো. এনায়েত করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ কবির খান্ বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী, পৌর সভার কাউন্সেলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেন, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকত মো. জলিলুর রহমান আকন্দ।

আরও বক্তব্য রাখেন, নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী, নলছিটি পৌর সভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সাবেক পৌর মেয়র(ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ। বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পাঠক প্রিয় এবং দেশের শীর্ষ পত্রিকা। জন্মলগ্ন থেকেই এ পত্রিকাটি সত্য প্রকাশে অবিচল। এ ধারবাহিকতা বজায় আছে বলেই যুগান্তরের তুলনা নেই। বক্তারা তাদের বক্তব্যে প্রত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামানা করেন। সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হাফিজুর রহমান শামীম।

এসময় আরও উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি মো. ইউসুফ আলী তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাংবাদিক শাহাদাত হোসেন মনু, কায়কোবাদ তুফান, তপন দাস, মশিউর রহমান খান, মোস্তাফিজুর রহমান রিপন, মো. শরিফুল ইসলাম পলাশ, মো. সাইফুল ইসলাম, মাহাবুব তালুকদার, তপু পোদ্দার, তপন দাস, রাসেল মৃধা, মো. আমিন হোসেন, মো. নাইম মল্লিক এবং স্বজন সমাবেশের সদস্য ও সুধিজন। সভা সঞ্চালনা করেন, শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest