ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে মোটরসাইকেলচালক কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে লামিয়া খাতুন (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আহত হয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তার বাড়ি যশোর জেলায়। তিনি নগরীর একটি মেসে থেকে পড়াশোনা করেন। সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কুমারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত বিশ্ববিদ্যালয় ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সাহেববাজার এর দিক থেকে কুমারপাড়া মোড়ের দিকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে অটোরিকশাটি কুমারপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও আরেক নারী যাত্রী এবং তার শিশু আহত হয়। তবে বেশি আহত হয় ছাত্রী লামিয়া। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।