ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে রাসেল মোল্লা নামের এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত মিলন হাওলাদার, মিরাজ হাওলাদার, মনির হাওলাদার এবং বেল্লাল সরদারকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।
ঝালকাঠি সদর এলাকা থেকে মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন হাওলাদার, মিরাজ হাওলাদার,উভয় পিতা সেলিম হাওলাদার, মনির হাওলাদার, পিতা খলিল হাওলাদার এবং বেল্লাল সরদার,পিতা এনসান সরদারকে আটক করা হয়েছে।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে রাসেল মোল্লাকে কুপিয়ে আহত করে। সে বর্তমানে বরিশাল শেবাচিম হসপিটালে চিকিৎসাধীন আছেন।
এব্যাপারে নলছিটি থানা একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-০৭।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী জানান, আটককৃতদের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আগামীকাল জেল হাজতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST