ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা ও বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে শনিবার(০২ মার্চ) বিকেল তিনটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সম্মানিত অতিথি ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, সহকারী অধ্যাপক(অব:) সামসুল আলম খান বাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম রেজাউল করিম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান। এসময় উপজেলার ৫০ জন কৃষককে বিভিন্ন ফসলের বীজ ও ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST