ঢাকা ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪
নলছিটি প্রতিনিধিঃ
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২৪ পালিত হয়েছে। শুক্রবার (৮মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনের কনফারেন্স হলে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান এ্যাডঃ কে এম মাহবুবুর রহমান সেন্টু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আহসানউল্লাহ মানিক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, উপজেলা সমন্বয়কারী (এইসি ভিজিডি প্রকল্প নলছিটি) মোঃ হেলাল উদ্দিন, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমানকে মৃধা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা বেগম,ক্রেডিট সুপার ভাইজার শাহীন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাবসহকারী সানজিদা সূচি ।বক্তারা নারীর ক্ষমতায়ন ও নারীর সমঅধিকার, সমসুযোগ বিষয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST