অ্যাম্বুলেন্স উপহার দিলেন কাওসার আমিন হাওলাদার।

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

অ্যাম্বুলেন্স উপহার দিলেন কাওসার আমিন হাওলাদার।

বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলাবাসীকে চিকিৎসা সেবার সুবিধার্থে ২টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও ইউরোপের দেশ মাল্টা আ’লীগের সভাপতি মোঃ কাওসার আমিন হাওলাদার।

উপজেলার দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে রোববার(১০ মার্চ) বিকেল ৫ টায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের মাধ্যমে পরিচালনা কমিটির কাছে অ্যাম্বুলেন্স দু’টির চাবি হস্তান্তর করা হয়।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি কাওসার আমিন হাওলাদার বলেন, গনমানুষের সেবাসহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে চলছে হাওলাদার ফাউন্ডেশন। তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি গর্ব বোধ করছি। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, হুমায়ুন কবির, উপজেলা জাপা যুগ্ম সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন, সমাজ সেবক আলমগীর হোসেন মৃধা প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest