কাপাসডাংগার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৪

কাপাসডাংগার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

গোলাম মোস্তফা খান, দাকোপ, খুলনা

সাপ্তাহিক হাট বুধবারে হাজার হাজার মানুষ এবং অন্যান্য সকল দিনে বাজারঘাট করতে রামপাল থেকে আসা শত
শত মানুষ দাকোপের চালনাবাজারে আসে কিন্তু এদের রামপালের কাপাশডাংগা ও চালনার নলোপাড়া দুই পারেই উঠানামার কোন ঘাট না থাকায় হাটু কাদা ভেংগে যাত্রীদের অতিকষ্টে খেয়া নৌকায উঠতে হয়। এ যুগে এসে এমন দুরাবস্থার কথা চিন্তা করা সত্যিই কষ্টকর,দুঃখজনক। আন্তঃজেলা ও আন্তঃউপজেলার এ ঘাটে উঠানামার পাঁকা ঘাট নির্মানের দাবী জানিয়েছেন কাপাসডাংগা রামপালের হাজার হাজার ভুক্তভোগি মানুষ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest