মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী হিজলার পালপাড়া থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৪

মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী হিজলার পালপাড়া  থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

ইব্রাহীম মুন্সী>মেহেন্দিগঞ্জ,

মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী হিজলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া এলাকার সৈয়দ আলী রাড়ীর সয়াবিন ক্ষেত থেকে এক আওয়ামী লীগের নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) দুপুুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হিজলা থানার ওসি মো. জুবাইর আহমেদ।
নিহত জামাল মাঝি বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) পংকজ দেব নাথের অনুসারী ও হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

নিহতের স্ত্রী আঁখি বেগম জানিয়েছেন, রাতে বাড়ি না ফেরায় ২টার দিকে স্বামী জামাল মাঝির মোবাইল ফোনে কল দেওয়া হয়। তখন তিনি জানিয়েছিলেন, ভালো আছেন ও নিরাপদে আছেন। সকাল ৯টার দিকে তিনি জানতে পারেন, তার স্বামীর মরদেহ ক্ষেতে পড়ে আছে।
আঁখির অভিযোগ, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় লাশ পেয়েছি। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ কাজ করেছে—তা জানি না। এ ব্যাপারে তদন্ত চলছে।’

জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest