উজিরপুরে মোঃ ইলিয়াস বেপারীর মুদি-মনোহারির দোকান গভীর রাতে পুড়েছাই।

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

উজিরপুরে মোঃ ইলিয়াস বেপারীর মুদি-মনোহারির দোকান গভীর রাতে পুড়েছাই।

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিন হারতা ৯ নং ওয়ার্ডের মোঃ আব্দুর রব বেপারীর ছেলে মোঃ ইলিয়াস বেপারী (২৯) তার নিজ গ্রামে দীর্ঘদিন যাবত একটি মুদি মনোহারীর দোকান দিয়ে তার অসহায় পরিবারের বৃদ্ধা পিতা মাতা নিয়ে
কোন রকমে সংসার চালাতেন।গতকাল ২৩ মার্চ গভীর রাতে মোঃ ইলিয়াস বেপারীর মুদি-মনোহারীর দোকানটি বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে পিষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে।মোঃ ইলিয়াস বেপারী তিনি জানান যে গত রাত ১০-৩০ মিনিট সময় পর্যন্ত আমি দোকানের কার্যক্রম পরিচালনা করে আমার নিজ গৃহে চলে যাই।রাত আনুমানিক ২ টার সময় আমার দোকান ঘরের জায়গার মালিক মোঃ সালাম বেপারীর ছেলে মোঃ রবিউল ইসলাম বেপারী(২৫)তিনি তার মুঠোফোন থেকে কলদিয়ে বলে যে দোকানে আগুন লেগে গিয়েছে তখন আমি দৌড়ে এসে দেখতে পাই আমার দোকানের ভিতরে প্রচন্ড আগুন।দাউ দাউ করে আগুন জ্বলছে আর সবাই পানি দিয়ে নিভাতে চেষ্টা করছে।আগুন নিভানোর পড়ে দেখতে পাই আমার দোকানের মালপত্র কোন কিছুই নেই পুড়ে একে বারে ছাই।বর্তমানে মাহে রমজান চলছে।সামনে ঈদকে কেন্দ্র করে দোকানে নতুন করে প্রায় এক লক্ষ টাকার মালপত্র উঠিয়েছি।আগামীকাল রবিবার হারতা বন্দরের হাটকে কেন্দ্র করে দোকানে নগদ ত্রিশ হাজার টাকা রেখে ছিলাম যে সকালে আরো কিছু মালপত্র বাজার থেকে আনবো। দোকানের পুড়াতন মালপত্র নিয়ে প্রায় তিন লক্ষ টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। মোঃ ইলিয়াস বেপারীর দোকান গভীর রাতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে পিষ্ট হওয়ার সংবাদ শুনে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম তালুকদার ঘটনা স্থলে ছুটে গিয়ে পর্যবেক্ষণ করে মুদি মনোহারী দোকানী
মোঃ ইলিয়াস বেপারী সহ তার পরিবারকে শান্তনা প্রধান করে বলেন যে আমাদের ২নং হারতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর পুড়ে যাওয়া ক্ষতি গ্রস্ত মোঃ ইলিয়াস বেপারীর জন্য একটি মানবিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়ে আবেদন করবো।যদি তার দয়া হয় তবে ক্ষতি গ্রস্ত পরিবার কিছু টা উপকৃত হতে পারে।অপরদিকে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে পিষ্ট হওয়া মুদি-মনোহারি দোকানি মোঃ ইলিয়াস বেপারী সকলের কাছে মানবিক সাহায্যের জন্য অনুরোধ জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest