ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০
হারুন অর রশিদ জলঢাকা (নিলফামারী)প্রতিনিধিঃ
নিলফামারী জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জলঢাকা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের একটি বৃহত্তর প্লাটফর্ম সাংবাদিক ঐক্য পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায়
সাংবাদিকদের বিরুদ্ধে যেকোন আপত্তিকর মন্তব্য, স্যোসাল সিডিয়ায় আপত্তিকর পোস্ট, করা থেকে বিরত থাকা ও নামমাত্র কার্ডধারি হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য জোড়ালো তাগিদ দেওয়া হয়। এবং সেইসাথে উপজেলা পর্যায়ের সকল প্রশাসনিক কর্মকর্তা সহ সকলকে সাংবাদিকদের বিরুদ্ধে এরকম হেয়প্রতিপন্ন মুলক কাজ করা থেকে বিরত থাকারো জোড়াল আহব্বান জানানো হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় শরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এসএ টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ও জলঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান (মনি), জলঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় রায়,যুগান্তরের সফিকুল ইসলাম চিনু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ডেইলি নিউনেশনের শাহজাহান কবির লেলিন, সমকালের হাসিবুল ইসলাম মিতু, ইত্তেফাকের তাইজুল ইসলাম তাজু, মানবজমিনের সানোয়ার হোসেন বাদশা, ভোরের কাগজের কৃষ্ণ চন্দ্র রায়, যায়যায়দিনের মনিরুজ্জামান লেবু, আজকালের খবরের সফিকুল ইসলাম, ডেইলি বাংলাদেশ টুডের হাফিজুুুর রহমান,
খোলা কাগজের আবেদ আলী, আমার সংবাদের ফরহাদ ইসলাম, বর্তমানের রাশেদুজ্জামান সুমন, দাবানলের নাছিমুজ্জামান নাদির, জলচিত্রের সম্পাদক মাহবুব নোমান, আমাদের কন্ঠের আব্দুল মালেক, যুগের আলোর মাইদুল হাসান, ভোরের দর্পণের হাসানুজ্জামান হাসান সিদ্দিকী, মানববার্তার এরশাদ আলম, নতুন স্বপ্নের জুয়েল শাহ, একুশের বানীর মশিয়ার রহমান, নওরোজের এনআই মানিক, সংবাদ বাংলাদেশ ও সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির সদস্য সচিব হারুন অর রশিদসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
পরে জলঢাকা প্রেষক্লাব সাধারন সম্পাদক ও এসএ টিভির নিলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান (মনি)-কে আহ্বায়ক ও জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমার সংবাদের মৃত্যুঞ্জয় রায়কে সদস্য সচিব করে একটি ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST