বরিশাল ক্লাবে এনএস ফোরাম এ্যালামনাইয়ের ইফতার মাহাফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৪

বরিশাল ক্লাবে এনএস ফোরাম এ্যালামনাইয়ের ইফতার মাহাফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টাস

ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন এনএস ফোরাম এ্যালামনাইয়ের আয়োজনে বরিশাল বিভাগীয় ইফতার মহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৬ মার্চ মঙ্গলবার বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত বরিশাল ক্লাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এনএস ফোরামের প্রেসিডেন্ট শায়েখ ড. মাওলানা শহীদুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. আমিনুল হক, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ জাকির হোসাইন, মাওলানা শামসুদ্দোহা তালুকদার, প্রভাষক নূরুল ইসলাম, এডভোকেট সাইলাইন মোস্তাক, মুছলিহীনের সেক্রেটারি মাছুম বিল্লাহ আযিযাবাদী, মাওলানা তাজুল ইসলাম, অধ্যাপক আবু জাফর মুকুল, প্রধান মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যাপক মাওঃ হাবিবুর রহমান, অধ্যক্ষ হাফেজ মাওঃ আতিকুল্লাহ, ডা. হাফিজুর রহমান প্রমুখ।

রিয়াজ আল আসাদ ও খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে বাদ যোহর বরিশাল ক্লাবে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। মুছলিহীন শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় এনএস কামিল মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থীরা মঞ্চে আসন গ্রহণ, বক্তব্য, স্মৃতিচারণ ও অনুভূতি ব্যাক্ত করেন। অনুষ্ঠানে প্রায় সাতশতাধিক এ্যালামনাই সদস্য ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

এনএস ফোরাম এ্যালামনাইয়ের প্রেসিডেন্ট ড. শহীদুল হকের দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ খালেদ সাইফুল্লাহ ও সদস্য সচিব মারুফ বিল্লাহ তানিম সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এ্যালামনাইয়ের আগামী দিনের কার্যক্রম সফল করার আহ্বান জানিয়ে সমাপনী করেন৷

এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী আলেম, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক, কলামিস্ট, সরকারি বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা সহ প্রায় সাত শতাধিক অংশ গ্রহণ করেন৷


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest