ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৬৯ বোতল ফেনসিডিলসহ ৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৪ টা দিকে উপজেলার সুলতানগঞ্জ বাজার ফারুকের কম্পিউটার দোকান ও পলাশ সাইকেলের মেকারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চলাকালে একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১৩৬৯ বোতল ফেনসিডিলসহ ৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর কাটাখালি চরখিদিপুর গ্রামের রজত আলীর ছেলে ইউসুফ@বাবলু (৩২), ঢাকা কেরানীগঞ্জের নরন্ডী গ্রামের মুনসুর আলীর ছেলে সোহেল কাজী (২৮), শরীয়তপুর পালং উপজেলার চরগাজীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল গণি(৩০),
পটুয়াখালী গলাচিপার কলাগাছিয়া গ্রামের লালমিয়ার ছেলে ড্রাইভার
শামীম হোসেন (২৯), প্রাইভেটকারটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান র্যাব-৫।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST