হিলিতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন 

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪

হিলিতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন 

হিলি প্রতিনিধি:-

হিলিতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাহিলি এলএসডি খাদ্যগুদামের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। 

হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) মইনউদ্দিন, হিলি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা ও খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় শহিদুল ইসলাম নামে এক কৃষকের কাছ থেকে এক টন ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, এবার হাকিমপুর উপজেলায় ৩২ টাকা কেজি দরে ৭৭২ মেট্রিক টন বোরো ধান ও ৪৫ টাকা কেজি দরে ৩১৯ মেট্রিক টন সিদ্ধ চাল,৪৪ টাকা কেজি দরে ৭৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest