শামিমা নাসরিন নীলফামারী প্রতিনিধি : কিশোরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সিএসএম তপনের মা মঙ্গলবার বিকালে পরলোকগমন করেছেন। নীলফামারীর কিশোরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক সংবাদের কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি সিএস এম তপন মহন্তের মা মলিনা রানী মহন্ত মঙ্গলবার ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। পরলোককালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। ওই দিনই তাকে পারিবারিক সমাধিস্থলে সমাধিস্থ করা হয়। তার পরলোকগমনে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবু হাসান শেখ তনা, যুগ্ম আহবায়ক খাদেমুল মোরসালিন শাকীর, সাবেক সভাপতি ফজল কাদির, সাংবাদিক শাহজাহান সিরাজ, , মহিউদ্দিন শেখ মাফি ও মিজানুর রহমান সহ আরো অনেক সাংবাদিক নেতৃবৃন্দ।